Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

mpo আবেদন

Home / MPO Notice / Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম

Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম

Online MPO Application: স্কুল-কলেজের অনলাইন শিক্ষক এমপিও আবেদন করতে, www.emis.gov.bd ওয়েবসাইটে Online Application ফরম পূরণ করতে হবে।

Online MPO Application: স্কুল-কলেজ অনলাইন শিক্ষক এমপিও আবেদন করার নিয়ম

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন অনলাইনে সম্পাদিত হয়। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি ও ইনডেক্সধারীদের উচ্চতর স্কেল, সিনিয়র স্কেল সহ সকল এমপিও আবেদন অনলাইনে করতে হয়। EDUCATION MANAGEMENT INFOMATION SYSTEM (EMIS) ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সংযুক্ত করে এই আবেদন প্রেরণ করতে হয়।

এই প্রতিবেদনে EMIS ওয়েবসাইটে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিও আবদেন কীভাবে করতে হয় তার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। অনলাইনে এমপিও আবেদনের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা পেতে প্রতিবেদনটি  পড়ুন।

MPO কী?

MPO হলো Monthly Pay Order এর সংক্ষিপ্ত রূপ। MPO ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী গণের প্রতিমাসের বেতন-ভাতার আদেশ কে MPO বলে।

Online MPO: অনলাইন এমপিও কী?

Online MPO হলো এমপিও ভুক্তির ডিজিটাল ভার্সন। কোন শিক্ষক যখন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ পান, তখন তাঁর বেতন-ভাতা প্রাপ্তির লক্ষ্যে অনলাইনে আবেদনই হলো  Online MPO ।

আগে যেখানে বেতন-ভাতা প্রাপ্তির লক্ষ্যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে স্বশরীরে , প্রয়োজনীয় কাগজ-পত্র জামা দিয়ে আবেদন করতে হতো, এখন তা নিজ প্রতিষ্ঠান থেকে অনলাইনে করা যায়।

Online MPO Application এর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতার আবেদন করা যাবে।

এছাড়াও, এমপিওভুক্ত শিক্ষকের নাম, জন্ম তারিখ, পদবী সংশোধন সহ উচ্চ স্কেল যেমন-বিএড স্কেল, সিনিয়র স্কেল, সহকারী অধ্যাপক স্কেল সহ যাবতীয় এমপিওভুক্তির কাজ সহজে করা যায়।

এমপিও ভুক্তির প্রক্রিয়াকে সহজ ও বিকেন্দ্রীকরণ করা এবং এমপিও ভুক্তিকে দূর্নীতি মুক্ত রাখাই এই প্রক্রিয়ার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।

আরো জানুন: স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি

Online MPO Application: অনলাইন এমপিও আবেদন কী?

Online MPO Application হলো তথ্য-প্রযুক্তির ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অনলাইনে এমপিও ভুক্তির জন্য আবেদন।

এই আবেদন নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বসে ইন্টারনেটযুক্ত কম্পিউটার ব্যবহার করে সহজে ও কম সময়ের মধ্যে করা যায়।

অনলাইন এমপিও আবেদন করতে কাউকে কোন ফিস বা অর্থ প্রদান করতে হয় না।

কেবলমাত্র ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহারে সামান্য দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে, খুব দ্রুততার সাথে অনলাইনে এমপিও আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে সাবমিট করা যায়।

আরো পড়ুন: ২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)

New MPO Application: নতুন এমপিওভুক্তি, উচ্চতর স্কেলসহ সকল এমপিও আবেদনের সময়সীমা

কখন এমপিও আবেদন করতে হবে বা এমপিও আবেদনের সময়সীমা উল্লেখ করা বেশ কঠিন। অন্য কোন সমস্যা না থাকলে, বছরের সব সময়ই এমপিও আবেদন করা যায়।

সাধারণত এমপিওভুক্তি করা হয় এক মাস পর পর। তবে অনেক সময় বিশেষ প্রয়োজনে, বিশেষ এমপিও প্রকাশ করা হয়।

তাই এমপিওভুক্তির সময় জানতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও EMIS Cell এর দাপ্তরিক ওয়েবসাইটে নোটিশ বোর্ডে চোখ রাখুন।

স্কুল-কলেজ অনলাইন এমপিও আবেদন এর নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

এছাড়া, এমপিওভুক্তির সময়সীমা ও নির্দেশনা জানতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (স্কুল, মাদ্রাসার ক্ষেত্রে), আঞ্চলিক পরিচালক (কলেজ এর ক্ষেত্রে), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসার (কারিগরির ক্ষেত্রে) এর সাথে যোগাযোগ করা যেত পারে।

কারণ এমপিও আবেদন নিস্পত্তির জন্য, প্রতিষ্ঠান প্রধান থেকে উল্লেখিত দপ্তরে প্রথমত তা প্রেরিত হয় এবং নিস্পত্তি হয়ে থাকে।

নতুন নিয়োগপ্রাপ্ত, নতুন প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও স্তর উন্নয়নের জন্য শিক্ষক কর্মচারীর এমপিও আবেদনের ক্ষেত্রে, EMIS Cell সফটওয়ারে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন অনুমোদন করে নিতে হবে। (কীভাবে নিবন্ধন ও অনুমোদন করতে হবে, তা এই লেখার নিচের দিকে লক্ষ্য করুন।)

EMIS Online MPO Application: স্কুল-কলেজের অনলাইন এমপিও আবেদন করার ওয়েবসাইট

Online MPO Application – স্কুল, কলেজের অনলাইন এমপিও আবেদন করতে EDUCATION MANAGEMENT INFOMATION SYSTEM (EMIS) এর ওয়েবসাইটে যেতে হবে। এটি শিক্ষা মন্ত্রনালয় এর অধীনস্ত একটি প্রতিষ্ঠান।

  • EMIS এর হোমপেজ এর ঠিকানা http://emis.gov.bd/EMIS

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধিন মদ্রাসা শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির জন্য, MEMIS সেল এ আবেদন করতে হবে।

  • MEMIS এর হোমপেজ এর ঠিকানা: http://www.memis.gov.bd/Home

Online MPO Application: অনলাইন এমপিও আবেদন করার প্রয়োজনীয় কাগজপত্র

Online MPO Application – অনলাইন এমপিও আবেদন করতে শিক্ষকের ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ইত্যাদি প্রয়োজন হবে।

এছাড়াও, পেপার কাটিং, শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধা তালিকা, নিয়োগ ও যোগদানপত্র সহ এ সংক্রান্ত সকল রেজুলেশন, প্রতিষ্ঠানের বোর্ড পরীক্ষার ফলাফল সহ প্রয়োজনীয় ডকুমেন্ট গুলোর প্রয়োজন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কম্পিউটার স্ক্যানারে স্ক্যান করে উপযুক্ত ফরম্যাটে সংরক্ষণ করতে হবে।

এমপিওভুক্তির জন্য Online Application ফরম পূরণ করার সময় উল্লেখিত ডকুমেন্ট গুলোর স্ক্যান কপি যথাস্থানে সংযুক্ত করতে হবে।

কোন কোন ডকুমেন্ট উক্ত আবেদনে প্রয়োজন হবে তা জেনে আগে থেকে প্রস্তুতি নিন।

এ বিষয়ে আরো জানার থাকলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করা যেতে পারে।

Online New MPO Application Registration: নতুন এমপিও ভুক্তির জন্য নিবন্ধন প্রক্রিয়া

প্রতিষ্ঠান প্রধান কর্তৃক নতুন শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদন করার পূর্বে, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীকে EMIS Cell এ নিবন্ধন করতে হবে।

নতুন এমপিও ভুক্তিতে নিবন্ধনের জন্য, http://emis.gov.bd/EMIS/human-resource ঠিকানায়, EMIS Online Registration পাতায় স্কুল/কলেজ এর নিবন্ধন লিংকে ক্লিক করুন।

বেসরকারী স্কুল শিক্ষক নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন

বেসরকারী কলেজ শিক্ষক নিবন্ধনের জন্য এখানে ক্লিক করুন

এমপিওভুক্ত স্কুল অথবা কলেজের কোন শিক্ষক কর্মচারীর এমপিও আবেদনে জন্য উপরোক্ত লিংকে ক্লিক করুন।

ব্রাউজারের ভিন্ন ট্যাবে শিক্ষক রেজিস্ট্রেশন ফরম লোড হলে, নিচের ছবির মত একটি ফরম দেখতে পাবেন। (এখানে স্কুল শিক্ষকের নিবন্ধন ফরমের চিত্র প্রদর্শিত হয়েছে। কলেজ শিক্ষকের নিবন্ধন ফরমও একই রকমের)

Online Teacher New MPO Application Registration Form

উপরোক্ত ছবির মত বেসরকারী স্কুল শিক্ষক নিবন্ধন ফরমে কতগুলো ফাঁকা টেক্স বক্স ও সিলেক্ট বক্স দেখতে পাচ্ছেন।

এখানে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানের সঠিক তথ্য দিয়ে দিতে হবে। শিক্ষকের ছবি ও নিয়োগ/যোগদান পত্রের ডকুমেন্ট সংযুক্ত করে, সবশেষে Submit বাটনে ক্লিক করে নিবন্ধন ফরমটি, প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে।

প্রতিষ্ঠান প্রধান শিক্ষক কর্মচারীর নিবন্ধন প্রক্রিয়া অনুমোদন ও সম্পন্ন করবেন।

নিবন্ধনের সময় নিবন্ধনকারী বিভিন্ন তথ্যের সাথে, শিক্ষকের ছবি ও নিয়োগ-যোগদানের ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।

তাই আগে থেকে সকল তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ করে হাতের কাছে রাখুন।

EMIS MPO Application Institute Head Login: এমপিও আবেদনে প্রতিষ্ঠান প্রধান এর লগইন প্রক্রিয়া

Online MPO Application – অনলাইন এমপিও আবেদন করতে, প্রতিষ্ঠান প্রধানকে প্রথমত EMIS এর হোমপেজ এর ঠিকানা, http://emis.gov.bd/EMIS ওয়েবসাইটে যেতে হবে।

ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার এর ব্রাউজারের অ্যাড্রেসবারে ঠিকানাটি লিখে কিবোর্ডের Enter বাটন চাপুন। ব্রাউজারে EMIS এর হোমপেজ লোড হলে, নেভিগেশন মেন্যুতে Login লেখা লিংকটি কে খুঁজে বের করে ক্লিক করুন।

অথবা http://emis.gov.bd/EMIS/MPO ঠিকানা কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করুন।

EMIS single Sign-on পাতাটি ব্রাউজারে লোড হলে, নিচের ছবির মত সাইন ইন পেজ আসবে।
Online Teacher MPO Application Login
উপরের ছবির মত সাইন ইন পেজ আসলে দেখবেন সেখানে দুটি বক্স আছে। একটি Username (ইউজারনেম) পরেরটি Password (পাসওয়ার্ড)।

প্রতিটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান প্রধানদের স্ব-স্ব অঞ্চলের পরিচালক (কলেজের ক্ষেত্রে), আর স্ব-স্ব জেলা শিক্ষা অফিসার (স্কুলের ক্ষেত্রে) এর নিকট হতে প্রাথমিক পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

আর ইউজারনেম হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN নম্বর। তবে এর আগে MPO_ যুক্ত করতে হবে। যদি কোন প্রতিষ্ঠানের EIIN নম্বর হয় 111111, তাহলে এর ইউজারনেম  MPO_111111 হবে।

এবার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। প্রথমবার সাইন ইন করার পর নিরাপত্তার জন্যে, প্রাপ্ত প্রাথমিক পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করতে হবে।

এখানে সঠিক ইউজার নেম ও পাসওয়ার্ড না দিলে এরর দেখাবে, পরবর্তী ধাপে যেতে পারবেন না। তাই সঠিক তথ্য দিয়ে সাইন ইন করুন।

বিঃ দ্রঃ– প্রতিষ্ঠানে ইউজারনেম ও পাসওয়ার্ড সম্পর্কীত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

সাইন ইন সফল হলে উক্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন।

উল্লেখ্য, এখানে যে শিক্ষক বা কর্মচারীর এমপিও ভুক্তির জন্য আবেদন করবেন, সে শিক্ষক-কর্মচারীকে আগে থেকে EMIS Cell এ নিবন্ধিত হতে হবে। (উপরের অনুচ্ছেদে নতুন এমপিও ভুক্তির জন্য, শিক্ষক-কর্মচারীর নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা পড়ুন)

Teacher Registration Approval: শিক্ষক রেজিষ্ট্রেশন অনুমোদন করার নিয়ম

প্রতিষ্ঠান প্রধান HRM module সাইন ইন করে প্রতিষ্ঠানের ড্যাসবোর্ডে ঢুকলে, নিচের ছবির মত তিনটি অপশন দেখতে পাবেন।
EMIS HRM module Dasboard Image
HRM module এর ড্যাশোর্ড পরিচিত-

  • প্রথম HRM লেখা অপশনে, নতুন রেজিষ্ট্রেশনকৃত শিক্ষক-কর্মচারীর রেজিষ্ট্রেশন অনুমোদন করা যাবে।
  • IMS লেখা দ্বিতীয় অপশনে, প্রতিষ্ঠানের তথ্য দেখা ও আপডেট করা যাবে।
  • MPO লেখা তৃতীয় অপশনে, শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন সহ এমপিও সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করা যাবে।

নতুন রেজিস্ট্রেশনকৃত শিক্ষক এর রেজিষ্ট্রেশন অনুমোদন করতে, HRM লেখা অপশনটিতে ক্লিক করুন। পরবর্তীতে নিচের ছবির মত একটি পাতা লোড হবে।
EMIS HRM Module Teacher MPO Registration Approval
শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন লেখা অংশে ক্লিক করে রেজিস্ট্রেশনকৃত শিক্ষক-কর্মচারীগণের রেজিষ্ট্রেশন অনুমোদন করা যাবে।

Online MPO Application: অনলাইন এমপিও আবেদন প্রেরণ করবেন যেভাবে

এবার নতুন কোন শিক্ষকের এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের HRM module ড্যাশবোর্ডে ঢুকে, MPO অপশনে ক্লিক করুন (উপরের ছবির মত)। নিচের ছবির মত একটি পাতা ব্রাউজারে লোড হবে।
Online Teacher MPO Application Index
উপরের ছবির মত অপশনগুলো লক্ষ্য করুন। এবার এমপিও আবেদনের জন্য প্রযোজ্য অপশনটি নির্বাচন করে ক্লিক করুন।

শিক্ষক-কর্মচারীগণের জন্য নতুন এমপিওভুক্তির জন্য, New MPO অপশনে ক্লিক করুন। আর অন্যান্য আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করতে হবে।

কোন নতুর শিক্ষকের এমপিও ভুক্তি বা স্কেল প্রাপ্তির বা অন্যকিছুর জন্য, সংশ্লিষ্ট শিক্ষকের লিংকটির উপর ক্লিক করুন।

কাঙ্খিত পদের নতুন এমপিওভুক্তি বা অন্য যে কোন বিষয়ে জন্য ক্লিক কৃত পাতাটি ব্রাউজারে ওপেন করুন।

পাতাটি ওপেন হলে সেখানে প্রয়োজনীয় তথ্য লিখে ও সংযুক্ত করে সবশেষে Submit বাটনে ক্লিক করে তথ্য প্রেরণ করতে হবে।

এখানে তথ্য প্রদানের ক্ষেত্রে যে সকল স্থানে লাল তারকা (×) চিহ্ন আছে, সেই সকল তথ্য দেওয়া বাধ্যতামূলক। লাল তারকা (×) চিহ্নিত তথ্যগুলো পূরণ না করে Submit বাটনে ক্লিক করে তথ্য প্রেরণ করা যাবে না। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।

কোন আবেদন Submit বাটনে ক্লিক করে সফলভাবে তথ্য প্রেরণ করা গেলে, তা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (স্কুলের ক্ষেত্রে) এর দপ্তরে প্রেরিত হবে।

এখানে যাচাই-বাছাই শেষে সঠিক ও সম্পূর্ণ আবেদন পরবর্তীতে প্রেরিত হবে জেলা শিক্ষা অফিসার এর দপ্তরে।

এরপর এখানকার যাচাই-বাছাই শেষে তা প্রেরিত হবে আঞ্চলিক উপ-পরিচালক এর দপ্তরে। এখানে থেকে যাচাই-বাছাই শেষে প্রোগ্রামার এর হাত ঘুরে তা EMIS Cell এ নথিভুক্ত হবে।

আবেদনের যে কোন পর্যায়ে সঠিক তথ্য ও ডকুমেন্টের অভাবে আবেদনটি রিজেক্ট বা ফেরত পাঠানো হতে পারে।

তাই সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে ভুলবেন না।

অনলাইন এমপিও আবেদন করতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা উক্ত প্রতিষ্ঠানের তথ্য-প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা সম্পন্ন কোন শিক্ষকের সহায়তায় এ আবেদন করতে হবে।

এমপিও শিটে নাম, জন্মতারিখ, পদবী ইত্যাদি ভুল এলে সংশোধন করার প্রক্রিয়া

অনেক সময় আবেদন করা সময় ভুল তথ্য দেওয়ার ফলে এমপিও শিটে ভুল তথ্য আসতে পারে। আবার আবেদন নিষ্পত্তি সময় বা পরবর্তীতে কর্তৃপক্ষের অসাবধানতা বশত এমপিও তথ্যে ভুল থাকে।

কোন শিক্ষক-কর্মচারীর এমপিও শিটে ভুল তথ্য থাকলে, তা এমপিও আবেদনের মতই এমপিও সংশোধন এর জন্য আবেদন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত ও সচিত্র প্রতিবেদন পড়তে নিচের লিংকে ক্লিক করুন।

EMIS Cell সফটওয়্যারে এমপিওভুক্তির আবেদনের অবস্থান জানবেন যেভাবে

EMIS Cell এর প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড থেকে, খুব সহজে অনলাইন এমপিও আবেদন এর অবস্থান জানা যাবে।

এমপিওভুক্তি আবেদন এর অবস্থান জানার জন্য, প্রতিষ্ঠান প্রধানের ইউজার ও পাসওয়ার্ড ব্যাবহার করে HRM module এর প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে সাইন ইন করুন।

এরপর MPO লেখা অপশনে ক্লিক করুন। পাতাটি ব্রাউজারে লোড হলে নিচের ছবির মত দুটি অপশন খুঁজে বের করুন।
Online MPO Application Pending Status Image
এখানে Online Application (Inbox) এবং Application List (Archive) লেখা দুটি অপশন পাওয়া যাবে।

  • Online Application (Inbox) অপশনে ক্লিক করলে, এমপিও আবেদন কোথায় অবস্থান করছে এবং তা কি পর্যায়ে আছে তা জানা যাবে। কোন কারণে আবেদন রিজেক্ট হলে তারও কারণ জানা যাবে। যদি রিজেক্ট হয়ে না থাকে, তাহলে তা পরবর্তী ধাপের জন্য ফরোয়ার্ড করা হয়েছে।
  • Application List (Archive) অপশনে, নিস্পত্তিকৃত সকল আবেদন এর তালিকা পাওয়া যাবে। এখানে তালিকা থাকা মানে আবেদনটি গৃহীত হয়েছে এবং আবেদনটি এমপিওভুক্তির অপেক্ষায় আছে বা এমপিওভুক্তি হয়ে গেছে।

MEMIS ওয়েবসাইটে Madrasah Teacher MPO Application করবেন কীভাবে?

MEMIS: Madrasah Education Management Information System হলো, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধিভূক্ত একটি প্রতিষ্ঠান।

MEMIS সেলে দেশের সকল এমপিও ভুক্ত মাদ্রাসা সমূহের শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির লক্ষ্যে আবেদন করা হয়।

মাদ্রাসা শিক্ষক কর্মচারীর এমপিও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে সংযুক্ত লেখাটি পড়ুন।

Online MPO Helpline: অনলাইন এমপিও আবেদন হেল্পলাইন

স্কুল, কলেজের Online MPO Application করতে, কারিগরি কোন প্রকার সমস্যা হলে, সমস্যা সমাধানে আপনার অঞ্চলের Online MPO Helpline এ যোগাযোগ করতে পারেন।

এমপিও নীতিমালা, পাসওয়ার্ড ও সফটওয়ার গত সমস্যা সমাধানে উক্ত সাহায্য কেন্দ্র থেকে সাহায্য নিতে পারেন।

Online MPO Application Helpline এর ইমেইল ও ফোন নম্বর পেতে এখানে ক্লিক করুন

বিঃ দ্রঃ– সকল ক্ষেত্রে হালনাগাদ তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।

যদি আপনি এমপিও ভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারী হন, তাহলে নিচের লেখাগুলো আপনার প্রয়োজন হতে পারে-

MPO Notice: Teacher Salary Notice দেখার নিয়ম

Madrasha MPO Notice: মাদ্রাসা এমপিও নোটিশ দেখুন

www.dshe.gov.bd: Teacher MPO Update দেখার নিয়ম

Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

Online MPO Application – অনলাইন এমপিও আবেদন সম্পর্কীত লেখায় কোন প্রকার ভুল-ত্রুটি বা তথ্যে অসঙ্গতি থাকলে, তা আমাদের মন্তব্য করে জানান।

আর লেখাটি অন্যের জন্য প্রয়োজনীয় মনে করলে, ফেসবুক ও টুইটারে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।

এ বিষয়ে কোন কিছু জানার থাকলে, প্রশ্ন করতে পারেন।

সবশেষ আপডেট: ২৪/০৭/২০২২ খ্রিষ্টাব্দ তারিখ ১০:০২ অপরাহ্ন।

পোস্ট ন্যাভিগেশন

211 Comments

  1. Rajib বলেছেন:

    may-2019 Index hoice mpo te name ny. ke korbo dd er kace geacilam birthdate problem akhon somadhan ke bolben. Dd dhakai jogajog korte bolce. Ami kicu chinina july mpo pabo ke

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় রাজীব, মে/২০১৯ এ আপনার এমপিও হয়নি-এটা দুঃখজনক। আপনি আপনার জন্ম তারিখ এর সমস্যার কথা জানিয়েছেন। এ বিষয়ে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আগামী জুলাই মাসে আবারও এমপিও আপডেট হবে। তাই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এমপিও আবেদন সংশোধন করে তা প্রেরণ করুন। ধন্যবাদ।

  2. মামুন বলেছেন:

    এমপিও আবেদন সম্পূর্ণ হয়েছে কী না তা কীভাবে জানা যাবে, দয়া করে যদি বলতেন।

    1. Educator Desks বলেছেন:

      আপনার এমপিও আবেদন সম্পূর্ণ হয়েছে তা বোঝার জন্য কিছু বিষয়ে লক্ষ্য রাখতে পারেন। যেমন-কিছু তথ্য পূরণ না করলে আপনি আপনার এমপিও আবেদন সেন্ড বা প্রেরণ করতে পারবেন না।
      আবার প্রেরণকৃত আবেদন উর্ধতন কতৃপক্ষ কর্তৃক ফেরত আসলে বুঝবেন এমপিও আবেদনে ত্রুটি আছে।
      যদি আপনার প্রেরণকৃত আবেদনটি কোথায় অবস্থান করছে তা জেনেও আপনি আপনার আবেদনের সম্পূর্ণতা চেক করতে পারেন।
      যদি আপনার এমপিও আবেদন ফেরত না এসে মাধ্যমিক অফিস কর্তৃক জেলা বা আরো উর্ধতন কর্তৃপক্ষের নিকট পৌছায় তাহলে তা সম্পূর্ণ আবেদন বোঝা যাবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ। শুভকামনা।

  3. মোঃ জয় হাসান বলেছেন:

    December 2019 মাসে কি mpo আপডেট হবে? পিলিছ জানাবেন
    আমি একটা কলেজে ল্যাব সহকারী পদে november মাসে যোগদান করছি

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় মোঃ জয় হাসান, আপনি ডিসেম্বর মাসে এমপিও আপডেট হবে কী না, তা জানতে চেয়েছেন।
      সাধারণত এক মাস পর পর এমপিও আপডেট হয়। সে হিসাবে চলতি ২০১৯ খ্রীষ্টাব্দের নভেম্বর মাসে বেতন-ভাতার সাথে এমপিও আপডেট হবার কথা। কারণ গত সেপ্টেম্বর মাসে এমপিও আপডেট করা হয়েছে। এরপর ২০২০ খ্রিষ্টাব্দের জানুয়ারী মাসে আবারও এমপিও আপডেট হবার কথা। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা পূর্ব ধারণা থেকে।
      এ বিষয়ে তথ্য জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  4. রাজু আহমেদ বলেছেন:

    আমি ডিসেম্বর মাসের ১৮ তারিখে এম পি ও আবেদন করেছি এবং ২৬ তারিখের মধ্যে তা ডিডি তে চলে গেছে। এখন আমার জিজ্ঞাসা হলো আমি কি জানুয়ারির এম পি ও পাবো?

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় রাজু আহমেদ, আপনার এমপিও আবেদনটি ডিডি অফিসে কী অবস্থায় আছে তা সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন। ২৬ তারিখে ডিডি অফিসে পৌঁছালে যাচাই-বাছাই এর জন্য কতটা সময় দরকার এবং আবেদনটি পরবর্তী কার্যক্রমের জন্য তা সময়মত সংশ্লিষ্ট দপ্তরে পৌছেছে কী না তা খোঁজ নিয়ে জানতে পারেন।
      এ বিষয়ে আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

    2. Kaisar ahamed বলেছেন:

      এমপিও রিজেক্ট হলে কি পুনরায় নতুন করে HRM এ নিবন্ধন করে এমপিও এর জন্য আবেদন করা লাগবে নাকি পূর্বের নিবন্ধনেই নতুন করে এমপিও এর জন্য আবেদন করা যাবে?

    3. Educator Desks বলেছেন:

      একবার HRM সিস্টেমে নিবন্ধন করা হলে আর পুনরায় নিবন্ধন করতে হবে না। তবে নতুন করে আবারো সকল কাগজপত্র দিয়ে এমপিও আবেদন করতে হবে। এখানে যে কারণে আবেদন রিজেক্ট হয়েছে, সে সমস্যা সমাধান করে আবেদন করতে হবে। ধন্যবাদ।

  5. সুব্রত বিশ্বাস বলেছেন:

    Emis সার্ভারে Mpo আবেদন করা যাচ্ছে না । সার্ভারে কি সমস্যা ?

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় সুব্রত বিশ্বাস, আমি এইমাত্র চেক করলাম। সংশ্লিষ্ট সার্ভারে প্রবেশ করা যাচ্ছে না। তবে কিছু সময় পরে http://www.emis.gov.bd সাইটে প্রবেশ করে Online Application লিংকে ক্লিক করে দেখতে পারেন। অনেক সময় সার্ভার আপডেট বা অন্য কোন কারণে সার্ভার ডাউন থাকে। শোনা যাচ্ছে, খুব তাড়াতড়ি এমপিও আবেদন গ্রহণ করার জন্য সাইটটি উন্মুক্ত করা হবে।
      আমরা এ বিষয়টি নজরে রাখছি। কোন কিছুর পরিবর্তন হলে আমরা এখানে তা জানিয়ে দেব।
      আর এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  6. Ataur বলেছেন:

    Mpo notice a dekhte pachi..6th Feb theke..mpo site ti.. Bondho..ache…asle.kobe..site ti chalu hobe…khub tension achi..jehetu 10th tarik.last……er jonno..ki extra time deya hobe…plz aktu..inform korum

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় আতাউর , আপনি সম্ভবত EMIS সাইটে MPO Application করতে পারছেন না বলে জানিয়েছেন। বিষয়টি আমাদেরও নজরে এসেছে। সম্ভবত সাইটটি আপডেট বা অন্য কোন লিংকে আপডেট করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। আর এমপিও আবেদনের সময়সীমা বর্ধিত করা হবে কী না তা জানতে মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    2. mst nepa Akhter বলেছেন:

      আমার এমপিও আবেদন এ অগ্রহায়ন পত্র চেয়েছে কিন্তু ২০১৯সালে ওই পএ কম্পিউটার ম্যান আমাকে দেয়নি এখন আমি যতবার আবেদন করছি রিজেক্ট বলছে।এখন আমি কি করব। দয়া করে সমাধান দিবেন।

  7. মো: রাজিবুল ইসলাম বলেছেন:

    সফটওয়্যার আপডেট হতে আর কত সময় লাগবে। আমরা তো কেউ আবেদন করতে পারি নাই। আমাদের কি আবেদন করার সুযোগ দেওয়া হবে। নাকি আমরা এই এমপিও টাতে আবেদন করতে পারবো না।

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় রাজিবুল ইসলাম, আপনার মত হাজারো শিক্ষক MPO Application Software Update জনিত সমস্যায় পড়েছে। বিষয়টি যেহেতু সারা দেশের, তাই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ভাবতেও পারে। এ বিষয়ে সুনিদিষ্ট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  8. মোহাম্মদ রাশেদ বলেছেন:

    এমপিও আবেদনের কাগজপত্র স্ক্যান করে কত রেজুলেশন এবং আর কত এমবি সাইজের মধ্যে হতে হবে ।

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় রাশেদ, এমপিও আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টের নির্দেশনা এ কাজে অভিজ্ঞতা সম্পন্ন, কোন দক্ষ কম্পিউটার অপারেটর এর কাছ থেকে পেতে পারেন। অথবা ডকুমেন্ট সংযুক্তির জায়গায় এ সংক্রান্ত নির্দেশনা পাবেন।
      তবে এ কাজের দু’একজনের অভিজ্ঞতা অনুসারে ডকুমেন্ট ১০০ কিলোবাইট এর কথা উল্লেখ থাকে। আপনি এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      ভালো থাকুন। শুভকামনা রইল।

    2. মো:তাজল ইসলাম বলেছেন:

      স্কলের সার্ভার কি খুলছে স্যার? দয়াকরে জানাবেন।

    3. Educator Desks বলেছেন:

      প্রিয় তাজল ইসলাম, এখনো স্কুল, কলেজ এর এমপিও আবেদনের সার্ভার http://www.emis.gov.bd এর লিংকটি ডাউন দেখতে পাচ্ছি। অনলাইন আবেদনে বিকল্প কোন লিংকও খুঁজে পায় নি।
      আপনি এ বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      তবে মাদ্রাসা শিক্ষকদের এমপিও ভুক্তির আবেদনের http://www.memis.gov.bd সার্ভার চালু আছে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  9. মো: তাজল ইসলাম বলেছেন:

    MPO এর অাবেদন শুরূ হইছে? কবে শুরু হবে? অাপডেট কোন তথ্য থাকলে জানাবেন দয়াকরে।

    1. Educator Desks বলেছেন:

      EMIS Online MPO Application লিংকটি এখনো ডাউন দেখতে পাচ্ছি। আপনি এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
      অথবা আপনার এলাকায় যারা অনলাইনে এমপিও আবেদন ফরম পূরণ করে, এমন কম্পিউটার অপারেটর এর সাথে যোগাযোগ রাখুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  10. মোঃতাজল ইসলাম বলেছেন:

    সার্ভার কি ঠিক হইছে? কারো কাছে শুনলাম সার্ভার ঠিক হলো, অামার সমস্যার কারনে সামনা সামনি খোজ নিতে পারতেছি না, দয়া করে অাপগেট জানাবে ন plzz

  11. Educator Desks বলেছেন:

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ইএমআইএস সেল এর অনলাইন এমপিও আবেদন এর http://application.emis.gov.bd:4040/ লিংকটি, এখনো ডাউন দেখতে পাচ্ছি। আবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর Memis Application সার্ভারও বন্ধ আছে মর্মে নোটিশ দেখা যাচ্ছে। আপনি এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করলে প্রকৃত তথ্য পেতে পারেন।
    প্রশ্নের জন্য ধন্যবাদ।

  12. মোঃ ওয়াজেদ আলী, আত্রাই, নওগাঁ। বলেছেন:

    আসসালামুআলাইকুম। এখন কি কলেজ এমপিও আবেদন করা যাচ্ছে? Please একটু জানালে খুব ভালো হতো। সার্ভারে তো ডুকতে পারছি না।

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় ওয়াজেদ আলী, আপনার মন্তব্যের উত্তর দেওয়ার সময় পর্যন্ত, EMIS এর Online Application লিংকটি ডাউন দেখতে পাচ্ছি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

  13. মোঃ ওয়াজেদ আলী বলেছেন:

    Emis সার্ভারে Mpo আবেদন করা যাচ্ছে না । সার্ভারে কি সমস্যা ? দয়া করে বলবেন কি কয় তারিখে এমপিও সার্ভার চালু হবে?

    1. Educator Desks বলেছেন:

      http://www.emis.gov.bd সাইটের Online Application লিংকটি এখনো ডাউন আছে। কবে নাগাদ এটা চালু হবে এ সংক্রান্ত কোন তথ্য আমাদের কাছে নেই। তবে মাদ্রাসা শিক্ষক এমপিও আবেদনের লিংক চালু আছে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  14. ziaul haque বলেছেন:

    ntrca appointed teacher.i know when i apply for mpo online…many kinds of paper submitt .like as erequisition.but our institution erequision paper did not find..recommend letter, appointment letter,joining letter ,regulation ok..but erequision nai..how can i recover /apply for mpo..

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় ziaul haque, এমপিও আবেদন সংক্রান্ত সাহায্য পেতে, প্রথমত আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। আর আবেদনের ক্ষেত্রে সফটওয়ার গত সমস্যার জন্য, EMIS Helpline এ যোগাযোগ করতে পারেন।
      আশা করি এখান থেকে আপনার সমস্যার সমাধান পাবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শিভেচ্ছা ও শুভকামনা রইল।

  15. saeed বলেছেন:

    transfer abedon kivabe korte hobe ?

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় saeed, ট্রান্সফার আবেদন বলতে কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। যদি নতুন কোন প্রতিষ্ঠানে নিয়োগ পান, তাহলে পূর্বের ইনডেক্স নিয়ে নতুন প্রতিষ্ঠানে আবারও এমপিও’র জন্য আবেদন করতে হবে।
      আরে জানাতে সংযুক্ত লিংকের চতুর্থ পাতার ‘শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর এমপিও আবেদনের প্রক্রিয়া’ সম্পর্কে জানুন। http://emis.gov.bd/EMIS/Content/docs/EMIS-Notice.pdf

      এ বিষয়ে বিস্তারিত জানার জন্য, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  16. আমনুল্লাহ খান বলেছেন:

    NEW MPO তে রেজিস্ট্রেশনে যোগদানের তারিখ ভুল হলে সংশোধনের উপায় কী???

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় আমনুল্লাহ খান, বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আপনি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট হতে পরামর্শ নিতে পারেন। স্কুলের এমপিও হলে আপনার আবেদন মাধ্যমিক কর্মকর্তার নিকট যাওয়ার কথা।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  17. আমনুল্লাহ খান বলেছেন:

    নতুন এম পিও আবেদনের জন্নে নিবন্ধনের সময় যোগদানের তারিখ ০১/১০/২০১৫ এর বদলে ০১/০১/২০১৫ হয়েছে ফলে আবেদনটি সাবমিট হচ্ছে না। উপজেলা অথবা জেলা শিক্ষা অফিসার কোন সমাধান দিতে পারেন নাই। সমাধানটি পেলে কৃতজ্ঞ থাকব।

    1. Educator Desks বলেছেন:

      এ বিষয়ে অনলাইন এমপিও হেল্পলাইনে যোগাযোগ করে দেখতে পারেন। তারা হয়তো এ বিষয়ে আপনাকে সাহায্য করতে বা কোন পরামর্শ দিতে পারে। ধন্যবাদ।

  18. মোঃ নাসির উদ্দীন সরদার , প্রধান শিক্ষক , ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁ। বলেছেন:

    বিষয় ভিত্তিক শিক্ষক ও কর্মচারীর তথ্য ফর্ম এ ক্রমিক নং , আই , ডি , নাম ও পদবী এলোমেলো হয়ে আছে।

    1. Educator Desks বলেছেন:

      প্রিয় মোঃ নাসির উদ্দীন সরদার, আপনার তথ্য সঠিক। বর্তমানে এমপিও তালিকা এলোমেলো ভাবে প্রদর্শিত হচ্ছে। আগের এমপিও তালিকায় শিক্ষক ও কর্মচারীর তথ্য ক্রমানুসারে সাজানো ছিলো। EMIS সার্ভার নতুন করে আপডেট করায় বোধ হয় এমনটা দেখাচ্ছে।
      তবে তালিকায় সবার নাম, বিষয় ও পদবী ঠিক আছে কী না তা বিবেচ্য বিষয়। ঠিক থাকলে সমস্যা নেই।
      মন্তব্যের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  19. MortuzaMahmud বলেছেন:

    সহকারী প্রধান পদে এক স্কুল থেকে অন্য স্কুলএ নিয়োগ নিয়েছি।MPOএর জন্য কিভাবে আবেদন করব।

    1. Educator Desks বলেছেন:

      এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। তিনি এ বিষয়ে আপনাকে যথাযথ পরামর্শ দিতে পারবেন। প্রশ্নের জন্য ধন্যবাদ। ভাল থাকুন, শুভকামনা রইল।

  20. শহিদুল, রাজশাহী বলেছেন:

    নতুন সার্ভারে আবেদন করতে গেলে কোন কোন অপশন ব্লক দেখাচ্ছে বিশেষ করে ধর্ম, যোগদানের তারিখ ইত্যাদি। এখন এসব অপশনে কোনভাবে পূরণ করতে পারছি না। আর পূরণ না করলে সাবমিট দিতে পারছি না। এর কোন সমাধান থাকলে দয়া করে জানাবেন।

    1. Educator Desks বলেছেন:

      আপনার সমস্যার বিবরণ জানিয়ে এমপিও হেল্পলাইনে কল করতে পারেন। কোন সফটওয়্যার কত সমস্যা হলে তারা আপনাকে সাহায্য করতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  21. শাহিনুল ইসলাম বলেছেন:

    আমি নিয়োগ পেয়েছি গত ২২/২/২০১৯ আমার এখনো এমপি হয়নি কারন জুনিয়র স্কুল ছিল। ৭/৩/২০২০ ইং ফাইল পাঠাই । ২৮/৩/২০২০ ইং অফিস থেকে কল দিয়ে বলল আপনি কি এ স্কুল থেকে অন্য স্কুলে যাবেন। আমি বলছি হাঁ। এখন আমার এমপি কি হবে।

    1. Educator Desks বলেছেন:

      এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।তিনি আপনাকে সুনির্দিষ্ট ও সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  22. মোঃ রফিকুল ইসলাম বলেছেন:

    ntrca এর ২য় চক্রের নিয়োগে ২১/১১/২০১৯ ইং তারিকে মাদ্রাসা থেকে স্কুলে নিয়োগ পাই। মাদ্রাসায় এমপিও ভূক্ত ছিলাম। এখন কিভাবে আবেদন করব।

  23. মোঃ রফিকুল ইসলাম বলেছেন:

    NTRCA এর ২য় চক্রের নিয়োগে মাদ্রাসা থেকে স্কুুলে যোগদান করি। এখন এমপিওর জন্য কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন করব।

  24. মোঃ রফিকুল ইসলাম বলেছেন:

    বিগত প্রতিষ্ঠান থেকে রিলেজ নিয়ে ( memis) বর্তমান প্রতিষ্ঠান ( emis) কিভাবে আবেদন করতে হবে।

    1. Educator Desks বলেছেন:

      আপনার এ সমস্যার সমাধানের তথ্য পেতে emis হোমপেজে instruction লিংকটিতে ক্লিক করে, ইনডেক্স ভুক্ত শিক্ষকের নতুন করে এমপিও আবেদন করার নিয়ম পড়ুন।
      এছাড়াও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
      সফটওয়্যার গত সমস্যায় হেল্পলাইনে ফোন করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      ভাল থাকুন, শুভকামনা রইল।

  25. Md.Akteruzzaman বলেছেন:

    i don’t know where mpo file.moreover i cannot enter this link.
    college section, baraiyahat college ,mirsorai, ctg

    1. Educator Desks বলেছেন:

      স্কুল-কলেজের এমপিও শিট ডাউনলোড করতে, নিচের সংযুক্ত লিংকটি ক্লিক করে আর্টিকেলটি পড়ুন।
      এখানে বিস্তারিত বলা হয়েছে, কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট ডাউনলোড করতে পারবেন।
      https://www.bdeducator.com/www-dshe-gov-bd-teacher-mpo-update/
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  26. মোঃ রফিকুল ইসলাম বলেছেন:

    index N 2110551 উপজেলা কেন্দুয়া,জেলা নেত্রকোনা।যখন transper এ আবেদন করতে যাই তখন উপরোক্ত ঠিকানায় যাওয়ার পর দুটি মাদ্রাসার নাম আসে।কিন্তু অবশিষ্ঠ মাদ্রাসার নাম না আসায় রিলেজ প্রক্রিয়া সম্পন করতে পারছি না।

    1. Educator Desks বলেছেন:

      আপনি এই বিষয়ে সঠিক তথ্য পেতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। আর সফটওয়্যার সমস্যা হলে হেল্পলাইনে ফোন করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      আরো জানার থাকলে প্রশ্ন করতে পারেন।

  27. লাকী বিশ্বাস বলেছেন:

    ০৯ মার্চ-২০২০ নতুন এমপিও জন্য আবেদন করেছি কিন্তু উপজেলা শিক্ষা অফিসার মহোদয় ২০ মার্চ ২০২০ পর্যন্ত এখনো ফরোয়ার্ড করেনি। তার সাথে প্রতিষ্ঠান প্রধান যোগাযোগ করার পর বলছেন আমি পাঠিয়ে দেব। উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের ডিডি স্যারের কাছে পাঠানোর সময় কত তারিখ এবং পাঠাতে পারবে কিনা? কলাতিয়া হাই স্কুল, কেরানীগঞ্জ, ঢাকা।

    1. Educator Desks বলেছেন:

      সাধারণত এক মাস পরপর নতুন শিক্ষকের এমপিওভুক্তি হয়। সে হিসাবে আগামী মে/২০২০ মাসে নতুন এমপিও হওয়ার কথা।
      জানামতে, মে মাসের এমপিওভুক্তির জন্য কোন সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি।
      আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  28. মো: জহুরুল হক বলেছেন:

    আবেদনের প্রসেস দেখায় যায় কিনা? আবেদন কোথায় আছে? ডিডি না ইউএসও

    1. Educator Desks বলেছেন:

      এমপিও আবেদন কোন পর্যায়ে অবস্থান করছে তা জানা যাবে। প্রতিষ্ঠান প্রধান তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে, প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে গিয়ে শিক্ষক এমপিও আবেদন এর অগ্রগতি ও অবস্থান জানতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  29. মোঃ মজিবুর রহমান খান বলেছেন:

    আগামী মে/২০২০ নতুন এমপিও এর জন্য আবেদনের সময় সীমা জানানোর জন্য অনুরোধ করছি।

    1. Educator Desks বলেছেন:

      ২০২০ খ্রিস্টাব্দের মে/২০২০ মাসের এমপিও আবেদনের শেষ সময়সীমা সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
      এ বিষয়ে হালনাগাদ তথ্য জানতে EMIS Cell এর ওয়েবসাইটে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
      আর এ বিষয়ে তথ্য পেলেই আমরা তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    2. Educator Desks বলেছেন:

      মে/২০২০ মাসের এমপিও আবেদনের সময়সীমা ও নির্দেশনা প্রকাশিত হয়েছে। আবেদন শুরু: ০২/০৫/২০২০ খ্রিষ্টাব্দ তারিখ। এই আর্টিকেলে সময়সীমা ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

  30. Hasan Ali বলেছেন:

    Thanks

    1. Educator Desks বলেছেন:

      শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  31. মো:রুবেল রানা বলেছেন:

    ব্রো আমি ২য় চক্রে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ পাই,কিন্তু আমার সাবজেক্টটা ননএমপিও, আমি কি আবেদন করতে পারবো।

    1. Educator Desks বলেছেন:

      আপনি নিজেই বলেছেন বিষয়টি নন এমপিও মানে
      কি এমপিও যোগ্য নয়, না এখনো এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত না হলে এমপিও আবেদন করতে বাধা নেই যদি না প্রতিষ্ঠান এমপিও থাকে এবং সংশ্লিষ্ট বিষয় এমপিও হতে বাধা না থাকে।
      আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে, আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে সুনির্দিষ্ট তথ্য জেনে নিতে পারেন।

  32. সেকান্দর আলী বলেছেন:

    আমি নতুন mpo তে ক্লিক করলেই সার্ভার ঘুরতে থাকে। এখানে অপশন দেখাচ্ছে ৩ টি, আর ধাপ দেখায় ৬ টি । ধাপ-১ এ শিক্ষক/কর্মচারী সার্চ অপশন সহ সবগুলোই নন এক্টিভ। আমি এডিট করতে পারছি না। কী করব বুঝতেছি না। প্লীস হেল্প ইনফরমেশন।

    1. Educator Desks বলেছেন:

      সার্ভার জনিত সমস্যার কারণে এমনটা হতে পারে, আবার আপনার ইন্টারনেট এর দুর্বল গতিও এর কারণ হতে পারে।
      অথবা আপনি ভুল প্রক্রিয়া অবলম্বন করেছেন কিনা, তাও দেখে নিতে পারেন।
      এ বিষয়ে একজন অভিজ্ঞ তথ্য প্রযুক্তিতে দক্ষ কম্পিউটার অপারেটর এর সাহায্য নিন।
      সফটওয়্যার সমস্যাজনিত সমস্যার জন্য আর্টিকেলে উল্লেখিত হেল্পলাইনে ফোন দিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  33. জারজিস আহমেদ বলেছেন:

    নতুন এমপিও আবেদনে রেজিস্ট্রেশন সাবমিট করার পর ভুল জানতে পারলে কিভাবে সংশোধন করা যাবে

    1. Educator Desks বলেছেন:

      আপনার একাউন্টে লগইন দেখুন, আপনার তথ্যগুলোর সম্পাদনা করার কোন অপশন আছে কী না।
      এছাড়াও প্রতিষ্ঠান প্রধান এর ড্যাশবোর্ডে আপনার অনলাইন এমপিও আবেদন এর তথ্যগুলোর সম্পাদনা করা ব্যবস্থা আছে কী না- তা প্রতিষ্ঠান প্রধানকে খোঁজ করতে বলুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  34. সাফফাত ্কবাল বলেছেন:

    নতুন কলেজ শিক্ষক এমপিও ফরম পূরণের ৬ষ্ঠ ধাপে filled up applicants information এ কি সংযুক্ত কতে হবে?

    1. Educator Desks বলেছেন:

      এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য আমাদের জানা নেই।
      ‘filled up applicants information’- এটা নিশ্চয়ই এমপিও আবেদনকারীর তথ্য ছক। এই বিষয়ে পরামর্শ হলো, এই ছকে বর্ণিত তথ্যগুলো ভালোমতো পড়ে এর গুরুত্ব অনুধাবন করুন। কোন অনাবশ্যক ছক এমপিও আবেদনে দেওয়া থাকবে বলে আমরা মনে করি না। ছকের তথ্যগুলো পূরণ করা বাঞ্ছনীয়। কোন তথ্য পূরণ করা না হলে বা অসম্পূর্ণ থাকলে, বা ভুল তথ্য পূরণ করলে আপনার আবেদনটি পরবর্তী পর্যায়ে বাতিল হতে পারে।
      তাই সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র প্রেরণ করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  35. সন্জয় নাথ বলেছেন:

    এম পি ও করনরে ক্ষেত্রে রেজিষ্ট্রেশন সাবমিট করে পরে এপ্রুভ করেছি কিন্তু মোবাইলে কোন ম্যাসেজ আসেনি কারনটা বলবেন। এপ্রুভ করার পর সংরক্ষন সফল হয়েছে এটাও উঠেছে

    1. Educator Desks বলেছেন:

      এমপিও আবেদনের জন্য নিবন্ধন এর ক্ষেত্রে মেসেজ না আসার কয়েকটি কারণ অনুসন্ধান করতে পারেন-
      আপনার মোবাইলের ইনবক্স হয়তো ভর্তি থাকতে পারে। যাতে নতুন মেসেজ আসছে না।
      নিবন্ধনের সময় হয়তো আপনার মোবাইল নাম্বারটি ভুল হয়ে থাকতে পারে।
      বিষয়গুলো অনুসন্ধান করলে সমস্যার কারণ হয়তো পেয়ে যেতে পারেন।
      আর এ বিষয়ে তথ্য জানতে, হেল্পলাইনে ফোন করে আপনার সমস্যার কথা জানাতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  36. মোঃ শাহাদাত হোসেন বলেছেন:

    বেসরকারি শিক্ষকদের ১০ বৎসর পূর্তিতে প্রাপ্ত “উচ্চতর গ্রেড ” দেওয়া হচ্ছে না কেন ? কবে নাগাদ এই উচ্চতর পাওয়া যাবে দয়া করে জানাবেন ।

    1. Educator Desks বলেছেন:

      এমপিওভুক্ত বেসরকারী শিক্ষকগণের ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড কি কারণে দেওয়া হচ্ছে না- তা জানতে চেয়েছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এর দায়িত্বশীল কর্মকর্তা বলতে পারবেন। তবে আমরা আপনাকে এই বলে আশ্বস্ত করতে পারি যে, করনা পরিস্থিতি দূর হলে উচ্চতর গ্রেড প্রাপ্তির মত সমস্যাগুলো অনেকাংশে দূর হবে। এবিষয়ে কোন তথ্য আমাদের হাতে আসলে খুব দ্রুত তা জানিয়ে দেওয়া হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।
      ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা রইল।

  37. ziaul haque বলেছেন:

    আগের পরামর্শ এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। নতুন এম পি ও আবেদনের স্টেটাস ফাইল এপ্রুভ দেখা যাচ্ছে। আমার কি ইন্ডেক্স হয়ে গেছে?? আমার মুবাইলে কি মেসেজ আসবে? ইএমাইসেলে কি কাজ শেষ?? জানালে উপকৃত হব।

  38. মোঃ মজিবুর রহমান খান বলেছেন:

    মে/২০২০এমপিও তে শুধুমাত্র নতুন এমপিও ভূক্ত প্রতিষ্ঠান ও এমপিওস্তর পরিবর্তনকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণের আবেদন চাওয়া হয়েছে। পুরাতন এমপিওভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীগণের এমপিও আবেদনের সময়সীমা সমর্প্কে জানানোর জন্য অনুরোধ করছি।

    1. Educator Desks বলেছেন:

      পূর্বের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন কারার সময়সীমা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বেঁধে দেওয়া হয় নি। কেবলমাত্র নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে পূর্বের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ এমপিও আবেদন করতে পারবেন বলেই আমরা মনে করি। তবে যথা সময়ে এমপিও আবেদন নিস্পত্তি ও মাউশিতে প্রেরণ করা না হলে, পরবর্তী মাসের এমপিও’র জন্য রেখে দেওয়া হবে।
      এ সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে সংযুক্ত লেখাটি পড়ুন
      https://www.bdeducator.com/mpo-may-2020-update-news-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a6/

  39. Muhammad mahomodul Hasan বলেছেন:

    নতুন এমপিও তে আমার ফাইলটি কোথায় আছে জানতে চাই । কিভাবে জানবো?

    1. Educator Desks বলেছেন:

      স্কুল-কলেজ এর এমপিও আবেদন হলে ‘EMIS Cell সফটওয়্যারে এমপিওভুক্তির আবেদনের অবস্থান জানবেন কীভাবে?’ অনুচ্ছেদে বর্ণিত নির্দেশাবলী অনুসরণ করুন। এমপিও আবেদন এর অবস্থান জানতে, প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  40. বিল্লাহ বলেছেন:

    কলেজের mpo এর জন্য এখন নাকি সরাসরি DD বরাবর পাঠাতে হবে।উপজেলা অফিসে পাঠাতে হবে না।সঠিক তথ্য জানতে চাই।

    1. Educator Desks বলেছেন:

      হ্যাঁ, কলেজ এর ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন না পাঠিয়ে, প্রতিষ্ঠান প্রধান সরাসরি আঞ্চলিক পরিচালক এর নিকট আবেদন পাঠাবেন। স্কুল এর ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হয়ে, জেলা শিক্ষা অফিসার থেকে আঞ্চলিক পরিচালক (মাধ্যমিক) এর নিকট আবেদন পাঠাতে হবে।
      আপনি বর্তমানে চলমান মে মাসের বিশেষ এমপিও আবেদনের প্রক্রিয়াকরণ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এখানে স্কুল ও কলেজের আবেদন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া আছে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  41. Abdullah Bin Gazi বলেছেন:

    Application List (Archive) অপশনে গিয়ে দেখি যে, আমাদের school এর 6 জন নতুন MPO এর জন্য আবেদন করা হয়েছিলো, এর মদ্ধে 4 জনের আবেদন Approved করা হয়েছে এবং তারা ডিডি অফিসে স্থানান্তর হয়েছে। আর বাকি ২ জনের টার মদ্ধে Recommend লিখা আছে এবং তারা এখনো ডিও অফিসে অবস্থানরত আছে। আমার প্রশ্ন হলো এখানে Recommend লিখাটি দিয়ে কী বুঝাইছে??

    1. Educator Desks বলেছেন:

      অনুমোদনের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন আছে। রিজেক্ট না হওয়া পর্যন্ত সবকিছু ঠিক আছে। কোন কারণে রিজেক্ট হলে উক্ত কারণ উল্লেখ করা থাকবে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  42. মু: হাসান আজিজুল হক বলেছেন:

    আমি মে /২০ মাসের শিক্ষকের নামে নামে যে এমপিও তালিকা প্রকাশ হয়েছে , সেটা প্রয়োজন ,কোন সাইড ওকোথায় থেকে পাওয়া পাবে সেটা বলে, কৃজ্ঞতা প্রকাশ করছি।

    1. Educator Desks বলেছেন:

      মে/২০২০ মাসের এমপিও সীট দেখা ও ডাউনলোড করা যাবে সংশ্লিষ্ট অধিদপ্তর এর গুগল ড্রাইভ ফোল্ডার থেকে। আপনি নিচে সংযুক্ত লিংকের আর্টিকেলে, এমপিও সীট দেখা ও ডাউনলোড করার লিংক ও নির্দেশনা পাবেন।
      https://www.bdeducator.com/new-may-mpo-2020-school-college-madrasah-technical/
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  43. আমি নতুন একটা এমপিও মাদ্রাসায় আজ থেকে ৫ মাস আগে জয়েন করেছি,এখনো আমার এমপিও হয় নি,অধহ্ম বলেছেন কিছু দিনের মধ্যে একটা নোটিশ আসবে তার পর আমার এমপিও আবেদন করে দিবেন।এখন আমার প্রশ্ন হলো যে আমার আবেদন করার কত দিন পর আমি এমপিও হয়ে যাবো এবং আমার বেতন শুরু হবে?? এবং কত দিন পযন্ত এই আবেদন করা যাবে।

  44. Matiur Rahman sherpur বলেছেন:

    Ami madrasa theke school a niug peyesi kintu mpo Korte parsina emis cell and memis cell er somonnoy na thakar karone Ami kivabe abedon korbo please help me

    1. Educator Desks বলেছেন:

      আপনা এমপিও আবেদন এর ক্ষেত্রে উল্লেখিত দুটি অধিদপ্তর এর এমপিও সেল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এর বাহিরে বিকল্প ব্যবস্থা থাকার কথা না। আপনি এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  45. জুয়েল আহমেদ বলেছেন:

    যাদের এমপিও আবেদন রিজেক্ট , আবেদন ব্যাক হয়েছে এবং সর্বশেষ অনলাইনে এমপিও আবেদন করতে পারেনি তাদের অবস্থা কি হবে জানালে উপকৃত হবো

    1. Educator Desks বলেছেন:

      আবেদন রিজেক্ট হওয়ার কারণ এর উপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে। এ বিষয়ে অধিদপ্তর এর সিদ্ধান্ত পেতে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  46. মোঃ রফিকুল ইসলাম বলেছেন:

    memis এবং emis এর Link কখন হবে। দয়াকরে জানাবেন।

    1. Educator Desks বলেছেন:

      আপনার প্রশ্নটি বুঝতে পারি নি। আশা করি বিস্তারিত লিখে প্রশ্ন করবেন। ধন্যবাদ।

  47. মফিজুল আলম বলেছেন:

    Online Mpo link কি Off? উচ্চতর স্কেলের জন্য আবেদন করতে পারছি না। কখন করতে পারব?

    1. Educator Desks বলেছেন:

      EMIS Cell এর হোমপেজ ওপেন হচ্ছে। এইমাত্র চেক করে দেখলাম। লগইন পে্জও ওপেন হচ্ছে। এখন দেখতে পারেন। ধন্যবাদ।

  48. শেখ নাসিরআহমদ বলেছেন:

    উচ্চতর গ্রেডের আবেদন করা হয়ে। এখানে উচ্চতরগ্রেড এর সাথে আগের ৫%ইনক্রিমেন্ট কি যোগ হবে?না কি ২২০০০/-টাকাই হবে?

    1. Educator Desks বলেছেন:

      উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন বাড়বে, কোনক্রমেই কমবে না। এ সংক্রান্ত সমস্যা সমাধানে কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রনালয়ের কাছে এক পত্র পাঠায়। অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। উচ্চতর গ্রেড পেলে ও এমপিও প্রকাশ হলে এ বিষয়ে জানতে পারবেন।
      ধন্যবাদ।

  49. ariful islam বলেছেন:

    EMIS cell a PDS id ase kinto index number ni. Ki korte hobe?

    1. Educator Desks বলেছেন:

      আপনি কি এমপিওভুক্ত শিক্ষক? এমপিওভুক্ত না হলে ইনডেক্স না থাকার কথা।

  50. মোঃশহিদুল ইসলাম সুমন বলেছেন:

    ৪র্থ ধাপে নতুন এমপিও শিক্ষকদের আবেদনের সময় কখন দিবে বা দিতে পারে????

    1. Educator Desks বলেছেন:

      নিয়মিত এমপিও আবেদন চলমান আছে। ৪র্থ ধাপের এমপিও আবেদনের সময়সীমা সম্পর্কে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। বিষয়টি জানতে সংশ্লিষ্ট অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে চোখ রাখুন। ধন্যবাদ।

  51. ফিরোজ খান নুন বলেছেন:

    আমি ফিরোজ খান নুন। একটি আলিম মাদ্রাসার লেকচারার হিসেবে নিযুক্ত আছি। আমি সহকারী অধ্যাপক পদে পদোন্নতির যোগ্যতা লাভ করেছি। এখন কিভাবে আবেদন করব? আর আবেদনের জন্য কি কি তথ্য সংগ্রহ করতে হবে জানালে উপকৃত হব। ধন্যবাদ

    1. Educator Desks বলেছেন:

      সহকারী অধ্যাপক পদ পাওয়ার যোগ্যতা অর্জন করলে পরিচালনা কমিটির রেজুলেশন, নিযোগ-যোগদানপত্র, এমপিও সীট সহ আরো কাগজপত্রের প্রয়োজন হবে। আপনি এ বিষয়ে আরো জানতে, আপনার বা পাশের প্রতিষ্ঠানে সদ্য সহকারী অধ্যাপক পদ প্রাপ্তদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন।
      ধন্যবাদ।

  52. Liton Kumar Podder বলেছেন:

    আমি একটা কলেজে প্রভাষক পদে যোগদান করেছি, এখন আমি এপিও এর জন্য আবেদন করতে চাই, আমার কলেজ এমপিও ভুক্ত, আমার বিষয়ে ১০ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে, আমি কি এমপিও এর জন্য আবেদন করতে পারবো?

    1. Educator Desks বলেছেন:

      প্রতিষ্ঠান এমপিওভুক্ত থাকলে, সংশ্লিষ্ট পদে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হলে ও এমপিও নীতিমালা অনুসারে পদটি এমপিও যোগ্য হলে, এমপিও আবেদন করতে বাঁধা নেই। ধন্যবাদ।

  53. মুহাম্মদ মুনিরুল হক বলেছেন:

    আমার প্রতিষ্ঠান অনেক আগে থেকেই আলিম স্তর পর্যন্ত এমপিওভূক্ত৷ কিন্তু আমার পদবী অনেকদিন হতে প্রভাষকের জায়গায় আছে সুপার৷ অনেকদিন ধরে আমি এটি সংশোধনের চেষ্টা চালাচ্ছি৷ কীভাবে এটি সংশোধন করতে পারি জানালে অত্যন্ত কৃতার্থ হব৷

    1. Educator Desks বলেছেন:

      আপনি আলিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল হলেও সুপার বা প্রভাষকের স্কেল পাচ্ছেন?
      ২০১৮ সালের এমপিও নীতিমালা অনুসারে আপনার প্রিন্সিপলের স্কেল পাওয়ার অভিজ্ঞতা পূর্ণ হয়েছে কী-না, তা গণনা করুন।
      অভিজ্ঞতা পূর্ণ হলে আপনি আপনার প্রাপ্য স্কেল পেতে আবেদন করুন। ধন্যবাদ।

  54. মোঃ রাশেদুল কবীর বলেছেন:

    আবেদন করার পর কলেজের ক্ষেত্রে পরিচালক মহোদয় এর নিকট ফাইলটি সরাসরি চলে যায়। তখন sender জায়গা Principal লেখা থাকে। পরিচালক যখন ফাইল AD নিকট চেক করতে দেন তখন sender director লেখা থাকে এবং recommded লেখা থাকে অনুরুপভাবে sender ad হলে ফাইল dd নিকট sender dd হলে ফাইল director কাছে থাকে। পরিচালক অনুমোদন করে ফাইলটি programmer কাছে দেন। programmer ফাইলটি emis cell পাঠান। আমার প্রশ্ন কে কি মন্তব্য করলেন ফাইল সম্পর্কে তা কিভাবে জানতে পারবো। জানালে খুশি হবো।আপনাকে অশেষ ধন্যবাদ।

    1. Educator Desks বলেছেন:

      এমপিও আবেদন রিজেক্ট হলে তার কারণ লেখা থাকে। আর কোন সমস্যা না পাওয়া গেলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকের নিকট সেন্ড করা হয়ে থাকে।
      ধন্যবাদ।

  55. মোঃ মজিবুর রহমান খান বলেছেন:

    আমি গত ১২/০৩/২০২০ ইং তারিখ হতে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত
    হয়ে ০৮ বেতন কোডে ২৩,০০০ টাকা বেতন পাচ্ছি।
    কিন্তু পূর্বে সহকারী শিক্ষক পদে আমার সহকর্মীসহ
    আমরা যারা ০৯ বেতন কোডে একই সমাস বেতন
    পেতাম তারা এখন ৩ টি ইনক্রিমেন্টসহ ২৫,৪৬৭ টাকা
    বেতন পাচ্ছে । যেখানে সহকারী প্রধান শিক্ষক পদে বেতন বেশি পাওয়ার কথা সেখানে কমে গেছে।
    এমতাবস্থায় আমার বেতন বৃদ্ধির বিষয়ে করণীয়
    সম্পর্কে আপনার সুপরামর্শ কামনা করছি।

    1. Educator Desks বলেছেন:

      আপনার মত এমন ঘটনা শোনা যাচ্ছে। অথচ কর্তৃপক্ষ বলেছে, কোন অবস্থাতেই বেতন কমবে না। আপনি বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে দেখতে পারেন। তিনি হয়তো এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।

  56. mdal বলেছেন:

    আমার এমপিও ফাইল ডিডি approved করছে, এখন আমার প্রশ্ন হলো আমার ফাইল কোথায় আছে ? যদি programmer কাছে থাকে তাহলে programmer কি file reject পারেন?

    1. Educator Desks বলেছেন:

      সর্বোচ্চ পর্যায়ে এমপিও আবেদন নিষ্পত্তি হলে, ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। ধন্যবাদ।

  57. রাজু আহাম্মেদ বলেছেন:

    আমি ২০১৬ সালে এনটিআরসিএ থেকে ১ম গনবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাই, আমার এমপিও হয়েছে ১নভেম্বর, ২০১৭, এখন কথা হলো আমি যদি এনটিআরসিএ ৩য় গনবিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রতিষ্ঠান নিয়োগ পাই তাহলে আমার ইনডেক্স বহাল থাকবে কিনা? এবং কি কি কাগজ / ডকুমেন্ট লাগবে, আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে চাকরি করছি এই প্রতিষ্ঠানের কি কি ডকুমেন্টস দরকার? প্লিজ জানাবেন

    1. Educator Desks বলেছেন:

      এনটিআরসিএ কর্তৃক নিয়োগ পাওয়া শিক্ষক পুনরায় নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবে কী না তা আগে জানুন। আর পুরানো ইনডেক্স নতুন প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়। ধন্যবাদ।

  58. মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন:

    MPO Sheet এ পদবী সংশোধনের জন্য কী কী ডকুমেন্ট দরকার?সংশোধনের প্রক্রিয়া কী?

    1. Educator Desks বলেছেন:

      স্কুল-কলেজ শিক্ষকদের পদবী সংশোধনের ডকুমেন্ট সমূহের তালিকা EMIS Cell এ দেওয়া আছে। প্রতিষ্ঠান প্রধান সেখানে লগইন করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট এর বিবরণ জেনে নিতে পারবেন। ধন্যবাদ।

  59. mdal বলেছেন:

    programer কত দিনের ভিতর mpo file forward করেন! জানালে উপকৃত হতাম

    1. Educator Desks বলেছেন:

      প্রোগ্রামার এমপিও আবেদন ফরোয়ার্ড করে না। এমপিও আবেদন নিষ্পত্তি করে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তা উর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরণ করেন। স্কুল-কলেজের এমপিও আবেদনের সময়সূচী এই প্রতিবেদনে দেওয়া আছে। সময়সূচী দেখলে বুঝতে পারবেন আপনার এমপিও আবেদন এখন কোথায় অবস্থান করছে। ধন্যবাদ।

  60. আ: মালেক বলেছেন:

    আমি একটি হাই স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর জয়েন করছি। এখন এমপিও করতে যে বাইরে থেকে যে ফর্ম পাওয়া যাচ্ছে ওটা পূরণ করে। বাকি কাগজ পত্র ওনলাইনে জমা দিলে কি হবে? আর এমপিও লাস্ট ডেট টা যদি বলতেন। plz ভাইয়া।

    1. Educator Desks বলেছেন:

      মাউশি’র কিছুদিন আগের দেওয়া তথ্যমতে, জানুয়ারী/২০২০ এর এমপিও আবেদন করতে হবে ডিসেম্বর মাসের আট তারিখের মধ্যে। অনলাইন আবেদন অনলাইনে যথাযথ প্রক্রিয়ার করতে হবে। ধন্যবাদ।

  61. RUBEL MIA বলেছেন:

    আমি একটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।MPO SHEET এ BANK ACCOUNT ভুল।কিভাবে APPLY করব।online na direct mohaporichalok

    1. Educator Desks বলেছেন:

      মাদ্রাসা এমপিও শিট সংশোধন সংক্রান্ত নির্দেশনা জানুন এখান থেকে। ধন্যবাদ।

  62. সিরাজুল ইসলাম বলেছেন:

    ভাই এম‌পিও অা‌বেদ‌নের নো‌টিশ কোথায় পাব ?
    http://www.dshe.gov.bd তে কি নো‌টিশ পাব ?
    ডি‌সেম্বর মা‌সে কি এম‌পিও অা‌বেদন করা যায়
    pls একটু জানা‌বেন ।

    1. Educator Desks বলেছেন:

      অন্য কোন নির্দেশনা না থাকলে, এমপিও আবেদন যে কোন সময়ই করা যায়। তবে প্রতি এক মাস পরপর এমপিও হয়ে থাকে। সেই হিসাবে স্কুল-কলেজের এমপিও আবেদন এমপিও পূর্ববর্তী মাসের ৮ তারিখের মধ্যে আবেদনের নির্দেশনা আছে। পরের আবেদন পরবর্তী এমপিও’র জন্য রেখে দেওয়া হবে। বিস্তারিত জানুন এখান থেকে। ধন্যবাদ।

  63. Md Amin বলেছেন:

    মাদরাসার শিক্ষক কিভাবে স্কুলে এমপিও হবে। যাতে তার ইনডেক্স চলমান থাকে।

    1. Educator Desks বলেছেন:

      বর্তমান এমপিও ইনডেক্স চলমান রেখে প্রতিষ্ঠান পরির্তন করা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করুন। তারা আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ।

  64. মোঃ ফরমান আলী প্রধান বলেছেন:

    মোঃ ফরমান আলী প্রধান (সহকারী মৌলভী )
    আমি গত ০৩/১২/২০২০ তারিখে বি,এড স্কেলের জন্যে আবেদন করি । আমার ফাইল সেন্ট্রাল প্রোগ্রামারে ছিল । ডিসেম্বর মাসে এমপিও তে আমার বি,এড স্কেল ভুক্তি হয় নাই, কিন্তু নতুন শিক্ষক /কর্মচারীদের এমপিও ভুক্তি হয়েছে। আমি জানতে চাই , প্রতিষ্ঠান প্রধান কত তারিখে ফাইল মাধ্যমিক অফিসে , মাধ্যমিক অফিস কত তারিখে মাদ্রাসা মহাপরিচালক বরাবরে ফাইল প্রেরণ করলে এমপিও ভূক্তি হবেন ? জানালে খুশি হবো। ধ্যনবাদ

    1. Educator Desks বলেছেন:

      কিছু দিন আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, EMIS Cell সফটওয়ারে স্কুল-কলেজের এমপিও আবেদনের সময়সূচী বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। আপনি এই প্রতিবেদন হতে এমপিও আবেদন এর বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ।

  65. Sirajul islam বলেছেন:

    এইচ অার এম রেজিস্টেশনে ই‌মেইল নাম্বার ভুল দেওয়া হ‌য়ে‌ছে এখন কোন সমস‌া হ‌বে এমপিওর

    1. Educator Desks বলেছেন:

      এমপিও আবেদনের ক্ষেত্রে ইমেইল খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে যোগাযোগের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। এমপিও আবেদনের সময় সঠিক ইমেইল ঠিকানা দিন। ধন্যবাদ।

  66. ওয়াহিদুল ইসলাম বলেছেন:

    আমি ১লা জানুয়ারী ২০২১ সালে কলেজের ল্যাব এসিসটেন্ট (আইসিটি) পদে নিয়গ পেয়েছি। এখন আমি কি এম পি ও আবেদন করতে পারব? আর এম পি ও ছুটলে যোগদানের মাস থেকে বেতন হবে নাকি এম পি ও এর মাস থেকে বেতন পাব? দয়া করে জানবেন।

  67. Educator Desks বলেছেন:

    ল্যাব অ্যাসিস্টেন্ট পদটি শিক্ষক প্যাটার্নভুক্ত হলে, এমপিও আবদেন করতে পারবেন। এমপিওভুক্ত হলে সাধারণ এমপিওভুক্তির মাস থেকে বেতন-ভাতা প্রদান করা হয়। এটা আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি। ধন্যবাদ।

  68. মোঃ মাহমুদুল ইসলাম বলেছেন:

    সাধারন শাখার (স্কুল ও কলেজ ) শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য EMIS ব্যবহার করা হয় এবং মাদ্রাসার শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য MEMIS ব্যবহার করা হয় , স্যারের কাছে আমার প্রশ্ন কারিগরি শাখার শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য কোন ঠিকানা ব্যবহার করা হয় , বিস্তারিত জানালে উপকৃত হব ।

  69. মোঃ মাহমুদুল ইসলাম বলেছেন:

    সাধারন শাখার (স্কুল ও কলেজ ) শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য EMIS ব্যবহার করা হয় এবং মাদ্রাসার শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য MEMIS ব্যবহার করা হয় , স্যারের কাছে আমার প্রশ্ন কারিগরি শাখার শিক্ষক কর্মচারিদের এমপিও আবেদন এর জন্য কোন ঠিকানা ব্যবহার করা হয় , বিস্তারিত জানালে উপকৃত হব ।

    1. Educator Desks বলেছেন:

      কারিগরি শিক্ষা অধিদপ্তর অন্যান্য অধিদপ্তর এর মত এখনো এমপিও আবেদন গ্রহণ ও নিষ্পত্তির সেল গঠন করতে পারেনি। তবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হয়। ধন্যবাদ।

  70. Habiba বলেছেন:

    If any headmaster lost or forget his IEMS password then what is the next process to send MPO file??

    1. Educator Desks বলেছেন:

      প্রতিষ্ঠান প্রধানের লগইন আইডি হারিয়ে গেলে তা পুনারুদ্ধার করা সম্ভব। আপনি সাইন ইন পেজে ফরগট পাসওয়ার্ড লিংকে ক্লিক করে পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। ধন্যবাদ।

  71. মোছাম্মৎ: রোকসানা আখতার বলেছেন:

    আমার ০১/০১/২০১৪ তারিখে ৩ মাসে বেতন সহ MPO শীটে নাম আসে তা হলে আমার প্রথমMPOতারিখ কত হবে

    1. Educator Desks বলেছেন:

      প্রথম এমপিওভুক্তির তারিখ এমপিও যে মাস হতে পেয়েছেন সে মাসের হবে। এ বিষয়ে নিশ্চিত তথ্য পেতে আপনার প্রতিষ্ঠান প্রধান অথবা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  72. A joy বলেছেন:

    March ki MPO file online a send kora jabe??

    1. Educator Desks বলেছেন:

      পূর্বের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল-কলেজের এমপিও আবেদন এমপিও পূর্ববর্তী মাসের ০৮ তারিখের মধ্যে সেন্ড করতে হবে। মার্চ মাসের এমপিও আবেদন (স্কুল) সেন্ড করা যাবে কী না, তা জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর দপ্তরে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  73. Mithun Saha বলেছেন:

    আমি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। EMIS এর পাসওয়ার্ড ভুলে গিয়েছি এবং রিকভার করতে পারছি না। এ জন্যে EFT র কাজ ও করতে পারছি না। এক্ষেত্রে আমার করণীয় কী?

    1. Educator Desks বলেছেন:

      EMIS সেল এর পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে এই লিংকে ক্লিক করুন। পাসওয়ার্ড পুনরুদ্ধার পাতাটি ওপেন হলে সেখানে লগিন আইডি হিসাবে MPO_EIIN (MPO_আপনার প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর) দিন। এরপর ইমেইল অ্যাড্রেস বক্সে ইমেল ঠিকানা দিন। সবশেষে রিসেট পাসওয়ার্ড অপশনের ক্লিক করলে, সংযুক্ত ইমেইল ইনবক্সে পাসওয়ার্ড পুনরুদ্ধারের লিংক পাবেন। ধন্যবাদ।

  74. মোঃ আল মামুন রশিদ বলেছেন:

    স্যার বিএড় স্কেলের জন্য কোন কোন মাসে আবেদন করতে হবে,,,

  75. অসীম মোদক বলেছেন:

    জনাব, আমি অসীম মোদক, অধ্যক্ষ, সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দোয়ারা বাজার, সুনাম গঞ্জ।
    আমি গত 07/02/2021 তারিখ উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে যোগদান করি। পূর্বে আমি কারিগরি অধিদপ্তর এর অধীন গচিহাটা কলেজে এইচ.এস.সি (বিএম) শাখায় সহকারী অধ্যাপক হিসেবে 17 বৎসর কর্মরত ছিলাম। প্রশ্ন হলো আমি এমপিও এর জন্য কিভাবে আবেদন করব। ইনডেক্স কিভাবে ট্রান্সফার করব। দয়া করে জানালে উপকৃত হবো।

    1. Educator Desks বলেছেন:

      এমপিও ট্রান্সফার করা একটি জটিল প্রক্রিয়া। আপনি এই বিষয়ে সঠিক পরামর্শ পেতে আপনার বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আঞ্চলিক উপ-পরিচালক এর দপ্তরে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    2. Dawd বলেছেন:

      প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কত দিনের মধ্যে সম্পন্ন করতে হয়?

    3. Educator Desks বলেছেন:

      এবিষয়ে সুনির্দিষ্ট পরামর্শ পেতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  76. মোঃ হাসিবুর রহমান বলেছেন:

    আমার এমপিও আবেদন আঞ্চলিক পরিচালকের দপ্তর হতে রিজেক্ট করা হয়েছে।এখন আমার করনীয় কি??

    1. Educator Desks বলেছেন:

      কি কারণে আপনার এমপিও আবেদন রিজেক্ট করা হয়েছে তা মন্তব্য কলামে লেখা থাকবে। সেটা পড়ে কারণটি বুঝে সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন আবারো সেন্ড করুন। ধন্যবাদ।

  77. মোঃ হাসিবুর রহমান বলেছেন:

    তাহলে আবেদন কি এই এমপিওতে গ্রহন করা হবে।

    1. Educator Desks বলেছেন:

      ফাইল সংশোধনের পর সেন্ড করে, সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিতে পারেন। এবারের এমপিও’তে ফাইল নিবে কিনা, সে বিষয়ে আমরা নিশ্চিত নই। ধন্যবাদ।

  78. Mosaddek বলেছেন:

    দুইবার মাদরাসার এমপিও ফাইল রিজেক্ট হয়। প্রথমবার আমার nid কার্ডে পিতার নামের বানান ভুল থাকায়। সংশোধ করে পুনরায় পাঠাইলাম আবার রিজেক্ট করলো। রিজেক্ট কারন: মুল্যয়ন শিটে ডিজির আইডি নম্বার নাই। ডিজি ছিল জেলা শিক্ষা অফিসার। ডার সাথে যোগাযোগ করলে তিনি বলেন কোন আইডি আমার চায় ওরা। সামনে এপ্রিল মাসে আবেদন করব মেমিসে। এ বিষয়ে যদি পরামর্শ দিতেন।

    1. Educator Desks বলেছেন:

      সমকালীন সময়ে যেসব শিক্ষকগণ ডিজির প্রতিনিধির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের কাছ থেকে আইডি নম্বরের ধারণা নিন। তারপর ডিজির প্রতিনিধির সাথে যোগাযোগ করে আইডি নিন। ধন্যবাদ।

  79. MD. HASIBUR RAHMAN বলেছেন:

    ৬ষ্ঠ নাম্বার ধাপে শেষ যে মন্তব্য লিখতে হয় সেটা কেমন হতে পারে।আর ফাইল এটাস্ট করার সময় পাশে যে মন্তব্য বক্স থাকে সেখানে কি লিখতে হয়।

    1. Educator Desks বলেছেন:

      এই বিষয়ে পরামর্শ পেতে একজন অভিজ্ঞ কম্পিউটার অপারেটর এর সাহায্য নিন। যিনি ইতোপূর্বে এসব কাজ দক্ষতার সাথে সম্পাদন করেছেন। ধন্যবাদ।

  80. MD.HASIBUR RAHMAN বলেছেন:

    প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি বলতে কি স্বীকৃতির মেয়াদ শেষের তারিখ বোঝায়??

    1. Shammam sadik বলেছেন:

      প্রিয়, আমি পূর্বে একবার শিক্ষক রেজিস্ট্রেশন ফরমে আবেদন করি,কিন্তু সেটাতে কিছু ভুল থাকায় পরে আরেকটা আবেদন করি, এখন দুইটাই approved হয়ে আছে,তো আমি আগের application delete করব কিভাবে?

    2. Educator Desks বলেছেন:

      শিক্ষক এমপিও আবেদন হলে আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে পরামর্শ নিন। ধন্যবাদ।

  81. KHAIRUL BASHAR বলেছেন:

    কারিগরি স্কুলের শিক্ষকের ইনডেক্স নং ট্র্রান্সফার করার নিয়ম জানতে চাই।

    1. Educator Desks বলেছেন:

      বিভাগীয় প্রার্থী হিসাবে সংশ্লিষ্ট পদে বিধি মোতাবেক নিয়োগ পেলে, তারপর সংশ্লিষ্ট অধিদপ্তরে নতুন এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে। ধন্যবাদ।

  82. Md.Hasibur Rahman বলেছেন:

    এরিয়া সহ বেতন না পেলে এরিয়ার জন্য কি আবেদন করার সুযোগ আছে?থাকলে নিয়ম কানুন গুলো বলবেন দয়া করে।

    1. Educator Desks বলেছেন:

      এরিয়া সহ বেতন পেতে গেলে প্রথমত ্রিয়া পাবার যোগ্য হতে হবে। তারপর এমপিও আবেদনের মতই এরিয়ার জন্য আবেদন করতে হবে।

  83. MD BASHIR UDDIN বলেছেন:

    মাদ্রাসা থেকে স্কুল কলেজে কিভাবে ইনডেক্স ট্রান্সফার করব?এই সমস্যার সমাধান হতে কতদিন লাগতে পারে?দয়া করে জানাবেন,ধন্যবাদ!

    1. Educator Desks বলেছেন:

      মাদ্রাসা থেকে স্কুলে এমপিওভুক্তির বিষয়টি বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। এই বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে পরামর্শ নিন। ধন্যবাদ।

  84. মোঃ হাসিবুর রহমান বলেছেন:

    অবসরপ্রাপ্ত বা মৃত শিক্ষক-কর্মচারীদের নাম এমপিও শীট থেকে ডিলেট করার প্রক্রিয়া কি?

    1. Educator Desks বলেছেন:

      স্কুল-কলেজ হলে emis সেলে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে শিক্ষক-কর্মচারীর এমপিও কর্তন করা যায়।

  85. Md. Zahangir Alom বলেছেন:

    অর্থ বছর শুরু হওয়ার আগেই নিয়োগ পেলে কি বেতন হবে? ল‍্যাবসহকারী কলেজ। আবেদন করেছি recommended লেখা archive এ আছে। জানাবেন plz. Reject হবে নাকি বেতন হবে?

    1. Educator Desks বলেছেন:

      পদটি এমপিওভুক্ত হলে আর বিধি সম্মতভাবে নিয়োগ পেয়ে যথাযথ প্রক্রিয়ায় এমপিও আবেদন করলে, বছরের যে কোন সময় এমপিওভুক্ত হওয়া যাবে। তবে প্রতি এক মাস পরপর স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি করে থাকে EMIS Cell. ধন্যবাদ।

  86. সাধন কুমার রায় বলেছেন:

    সাধন কুমার রায়। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পদে সহকারী শিক্ষক হিসেবে এন টি আর সি এ কর্তৃক দক্ষিণ রাঙ্গুনীয়া শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 06-02-2019 তারিখে যোগদান করি।আমার বেতন গ্রেড 10 আসলেও বিএড ডিগ্রি না থাকায় 11 গ্রেড এ বেতন উত্তোলন করছি।সম্প্রতি 2021 এম পিও নীতিমালা অনুযায়ী কেবল মাত্র উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি থাকলেই 10 গ্রেডে বেতন উত্তোলন করা যাবে।উপাধি ডিগ্রি সহ স্নাতক ডিগ্রি আমার আছে।10 গ্রেডে বেতন এমপিও শীটে আসার ফলে ইনক্রিমেন্ট ও 10 গ্রেডে আসছে।কিন্তু এতদিন আমি 11 গ্রেডে ইনক্রিমেন্ট সহ বেতন উত্তোলন করছি ।2021 এর এমপিও নীতিমালা অনুযায়ী 10 গ্রেড এ বেতন উত্তোলন এর ক্ষেত্রে আমার করনীয় কি? যদি আমার প্রধান শিক্ষক 10গ্রেড এ বিল করে তবে বেতন 16540 টাকা আসার কথা।কিন্তু আমার সর্বশেষ এমপি ও শীটে(জুলাই 2021)বেতন আছে 17376 টাকা। যদি 10 গ্রেডে অন্তর্ভুক্ত হই তবে অতিরিক্ত টাকা গুলো কিভাবে( 17376-16540=836)back দিতে হবে?

    1. Educator Desks বলেছেন:

      অতিরিক্ত বেতনের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

  87. HAIDER বলেছেন:

    আমি কি ভাবে মাদটাসা থেকে হাই স্কলে আবেন করব?

    1. Educator Desks বলেছেন:

      অনেকগুলো প্রক্রিয়া সম্পন্ন করে এমপিও আবেদন করতে হবে। আপনি আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করে এবিষয়ে পরামর্শ নিন। ধন্যবাদ।

  88. Sitora বলেছেন:

    এমপিও ইনডেক্সে কিছু নম্বর N দিয়ে শুরু, আর কিছু নম্বর R দিয়ে শুরু , কিভাবে বোঝা যাবে যে সেই ব্যক্তির এমপিও চালু হয়েছে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ

    1. Educator Desks বলেছেন:

      এনপিও চালু মানে তার এমপিও শীটে নাম থাকবে। আর ইন্ডেক্স নাম্বার থাকা মানে তার এমপিওভুক্ত হয়েছে।

  89. Md. Zahangir Alom বলেছেন:

    কলেজ শাখা কর্মচারী mpo আবেদন নিষ্পত্তি আর স্কুল শাখার পিষ্পত্তি একই জায়গায় হয় নাকি আলাদা জায়গায় হয়? (আঞ্চলিক কার্যালয়ে)

    1. Educator Desks বলেছেন:

      একই দপ্তরে হয়। তবে ভিন্ন ভিন্ন কর্মকর্তারা নিষ্পত্তি করে কীনা, তা আমাদের জানা নেই। ধন্যবাদ।

  90. জাবিদ বলেছেন:

    মাদ্রাসা অধিদপ্তরের শিক্ষক এমপিও ভুক্তির আবেদন ফরম টি কি পাওয়া যাবে?

    1. Educator Desks বলেছেন:

      মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে। একজন দক্ষ ব্যক্তির সাহায্য নিয়ে সংগ্রহ করুন।

  91. Md Mahmodul Hasan বলেছেন:

    আমি দুইথেকে তিন ধরে এমপিও আবেদন করতে ৬ নং ধাপে ১- ৩৩ পর্যন্ত ডকুমেন্টগুলো আপলোড করতে পারছি না। কেবি কমানোর পরও আপলোড অপশন থেকে আপলোড করা সম্ভব হচেছ না । কি কারনে হচ্ছে না জনালে উপকৃত হবো ।
    ধন্যবাদ

    1. Educator Desks বলেছেন:

      ইএমআইএস হেল্পলাইনে ফোন করে দেখতে পারেন। তারা এবিষয়ে সমাধান দিতে পারবেন।

  92. মোহাম্মদ মোশিউর রহমান খান বলেছেন:

    স্যার, আমি emisemis এ ট্রান্সফার আবেদনে ৬ষ্ট ধাপে ২ নং ডকোমেন্টে যে তথ্য ফরম চেয়েছে তা কী অনলাইন ফরম নাকি তথ্য ফরম।তথ্য ফরমের লিংক পাচ্ছিনা।ধন্যবাদ!

    1. Educator Desks বলেছেন:

      এ বিষয়ে অভিজ্ঞ কারো সাহায্য নিন। মানে যারা সম্প্রতি এসব কাজ করেছে তাদের কাছে পরামর্শ নিন।

  93. Saddam baul বলেছেন:

    Munshiganj

  94. Saddam baul বলেছেন:

    Think Hello Year

  95. Saddam baul বলেছেন:

    Syllabus

  96. আবদুর রহমান বলেছেন:

    স্যার,৩য় নিয়োগ চক্রে মাদরাসায় সুপারিশ প্রাপ্ত হই।মাদরাসা নিয়মিত কমিটি না থাকায় ফেব্রুয়ারিতে যোগদান করতে পারিনি।মার্চের ১০ তারিখে যোগদান করেছি।যাবতীয় কাগজ প্রেরণ করা হলেও আমাদের এমপিও আবেদন রিজেক্ট করে দেয়া হয় পদবি স্পষ্ট নয় বলে।অথচ পদবি স্পষ্ট উল্লেখ ছিল।এপ্রিলে আবার তথ্য জমা দিয়েছি।প্রশ্ন হল কোনো ত্রুটির ক্ষেত্রে আমরা কিভাবে অবগত হব এবং তাৎক্ষণিক কোনো করনীয় থাকবে কিনা?দ্বিতীয় প্রশ্ন হল,যোগদানের তারিখ থেকেই এমপিও পাওয়ার কথা উল্লেখ আছে এনটিআরসিএ থেকে।উক্ত সুবিধাটি কি মাদরাসায় ভোগ করা যাবে কিনা?

    1. Educator Desks বলেছেন:

      আপনি অনলাইন এমপিও আবেদন করার ওয়েবসাইটে থেকে রিজেক্টের কারণ জানতে পারবেন। যোগদান থেকে এমপিও দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তর নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ।

  97. Fayez Ullah বলেছেন:

    সেসিপ এর নিয়োগ থেকে একটি মাদ্রাসায় ট্রেড ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ পাই। মেমিসে গতমাসে এমপিওর জন্য ফাইল পাঠাইছিলাম কিন্তু রিজেক্ট হয়েছে। এখন কি মাউসিতে ফাইল পাঠাতে হবে??

    1. Educator Desks বলেছেন:

      ফাইল রিজেক্টের কারণ জানুন। তারপর কারণ বিশ্লেষণ করে ব্যবস্থা নিন।

  98. রাজু আহাম্মেদ বলেছেন:

    পাসওয়ার্ড জানা না থাকলে এমপিও আবেদন ফাইল কিভাবে চেক করতে পারি? সঠিক তথ্য আশা করছি

    1. Educator Desks বলেছেন:

      পাসওয়ার্ড না থাকলে ড্যাশবোর্ডে ঢোকা যাবে না। আর এমপিও ফাইলের অবস্থানও চেক করতে পারবেন না। কবে অফিসে গিয়ে খোঁজ নিলে হয়তো তারা আপনাকে জানাতে পারে।

  99. মোঃ শাকিল আহম্মেদ বলেছেন:

    আমি একটি স্কুলে কম্পিউটার ল্যাব অপারেটর পদে যোগদান করেছি।
    আমার নাম মোঃ শাকিল আহম্মেদ
    পিতার নামঃ মোঃ জয়নাল আবেদীন
    মাতার নামঃ মোছাঃ লাভলী খাতুন
    আমার সকল শিক্ষাগতযোগ্যতার সার্টিভিকেটে সব ঠিক আছে কিন্তুু ভোটার আইডি কার্ডে মাতার নামের শেষে (খাতুন) লেখা নেই।এর জন্য কি এমপিও হতে কোন সমস্যা হবে? অনুগ্রহ করে তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ।

    1. Educator Desks বলেছেন:

      আসলে অফিস ছাড় দিলে কোন সমস্যা নাই। তবে অফিস ধরলে সমস্যা হতে পারে। আপনি আইডি কার্ড সংশোধন করে নিতে পারেন।

  100. মোঃ আব্দুল মজিদ সহঃ প্রঃ শিঃ বলেছেন:

    স্যার,মামলা জনিত জটিলতার কারনে আমার প্রায় তের বছরের বেতন ভাতা এমপিও খাতে ফেরৎ গেছে!শেষে হাইকোর্টের রায় নিয়ে বিদ্যালয়ের কাজে ফিরে এসেছি!এখন চলমান বেতন ভাতা পাচ্ছি!বকেয়া বেতন ভাতার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবো বিস্তারিত জানালে খুশি হব

    1. Educator Desks বলেছেন:

      অনলাইনে আবেদন করার আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অথবা জেলা শিক্ষা অফিস থেকে পরামর্শ নিন।

  101. আরব আলী বলেছেন:

    আমার কলেজে ২৪ শে ফেব্রুয়ারি ২০১৪ সালে গভর্নিং বডি কর্তৃক নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী যোগদান না করায় দ্বিতীয় স্থান অধিকারকারী হিসেবে যোগদান করি। কলেজের সাবজেক্ট আছে ১৫ টি টিচার আছে ১৪ জন, প্রথম ম্যান হিসেবে এরই মধ্যে পাঁচজন মহিলা শিক্ষক ,সে ক্ষেত্রে মহিলা কোটার হয় ৩৩% যোগদান করেছে। এর আগে ২০১৯ সালে এম পিও ভুক্তির জন্য আবেদন করা হলে মহিলা কোটা পূর্ণ না হওয়ার কারণে সর্বশেষ নিয়োগপ্রাপ্ত গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বাদ দিতে হয়। সেই কারণে আমি ছিলাম সর্বশেষ governing body কর্তৃক নিয়োগপ্রাপ্ত শেষ ব্যক্তি তাই আমাকে বাদ দেওয়া হয়। বলা হয়েছিল ইসলাম শিক্ষা পোস্টে একজন মহিলা শিক্ষক নিয়োগ দেওয়া হলে আমার সাবজেক্টটা এমপিও হয়ে যাবে কিন্তু প্রতিষ্ঠান ইসলাম শিক্ষায় কোন মহিলা শিক্ষক নিয়োগ দেবে না। এমপিও ভুক্তির জন্য আমার কাছে বড় অঙ্কের টাকা দাবি করা হয়েছে, আমি টাকা দিতে অস্বীকৃত জানানোর কারনে মহিলা কোটা ছাড়াই এমপিও করে নিয়ে আসার কথা বলছে। চাকরির বয়স প্রায় ৯ বছর হতে যাচ্ছে, এমপিও ভুক্তির জন্য আইনত আমার করনীয় কি?? উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি ইসলাম শিক্ষা বিষয়ে কোন মহিলা শিক্ষক নিয়োগ নাই দেয় তাহলে আমার এমপি কিভাবে হবে? আমি কি করতে পারি?

    1. Educator Desks বলেছেন:

      আপনি স্থানীয় প্রশাসন অথবা শিক্ষা প্রশাসনকে বিষয়টি জানাতে পারেন।

  102. মুক্তা চৌধুরী বলেছেন:

    আমার এক আত্মীয় এমপিও ভুক্ত কলেজের বাংলা শিক্ষক। বাংলা শিক্ষক দুই জন দুজনে ডিগ্রী পর্যায়ে নিয়োগ প্রাপ্ত কিন্ত কলেজ এমপিও হয়েছে মাধ্যমিক পর্যায়ে। এখন তারা দুজনে এমপিওর জন্য আবেদন করলে দুজনেই কি এমপিও ভুক্ত হবেন? তবে মাধ্যমিক পর্যায়ে বাংলা শিক্ষক নিয়োগ নাই।

    1. Educator Desks বলেছেন:

      তৃতীয় শিক্ষক এমপিওভুক্ত হতে সমস্যা আছে।

  103. মুক্তা চৌধুরী বলেছেন:

    এক বিষয়ে দুজন শিক্ষক নিয়োগ তাকলে তাদের এমপিও হবার জন্য নিয়ম কি? এক জন এমপিও ভুক্ত হলে অপর জন কি এমপিও ভুক্ত হবেন না? জানালে উপকৃত হতাম।

  104. জুয়েল চৌধুরী বলেছেন:

    স্যার, আমি ডিগ্রী কলেজে নিয়োগ প্রাপ্ত। কলেজ এমপিও হয়েছে মাধ্যমিক কলেজে। দুজন এক বিষয়ে আছি তবে আমি দ্বিতীয় পর্যায়ে নিয়োগ পাই।এখন আমি এমপির জন্য আবেদন করলে, আমার কি এমপিও হবে না?

    1. Educator Desks বলেছেন:

      মাধ্যমিক পর্যায়ে এমপিও হলে মাধ্যমিক পর্যায়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষকের এমপিও হবে।

  105. মুহাম্মদ খুরশীদ আলম বলেছেন:

    mpo index এর আগে C এবং N দ্বারা কী বুঝানো হয়?

    1. Educator Desks বলেছেন:

      এই বিষয়ে আমাদের ধারণা নেই।

  106. তুহিন বলেছেন:

    hrm এ রেজিষ্টেশন করার সময় আমি নামের বানান ভুল করেছি। প্রধান শিক্ষক এপ্রুব করে দিয়েছেন। এখন আমি এমপিও আবেদন করার পুর্বে কিভাবে সংশোধন করবো? প্লিজ যত দ্রুত সম্ভব জানিয়েন।

    1. Educator Desks বলেছেন:

      বোর্ডে নাম সংশোধনের আবেদন করুন।

  107. লক্ষী কান্ত রায় বলেছেন:

    আমি একটি বেসরকারি কলেজের কারিগরি (বিএম) কম্পিউটার ল্যাব অ্যাসিটেন্ট পদে ২০০১ সালে যোগদান করেছি, এখনও আমি উচত্তর স্কল আবেদন করতে পারিনাই তবে কি ভাবে উচত্তর স্কেল আবেদন করতে পারব এবং একই পদে স্কেল বৈষম্য কেন? এটা দুঃখ জনক

  108. লক্ষী কান্ত রায় বলেছেন:

    আমি একটি বেসরকারি কলেজের কারিগরি (বিএম) কম্পিউটার ল্যাব অ্যাসিটেন্ট পদে ২০০১ সালে যোগদান করেছি, এখনও আমি উচত্তর স্কেল আবেদন করতে পারিনাই তবে কি ভাবে উচত্তর স্কেল আবেদন করতে পারব এবং একই পদে স্কেল বৈষম্য কেন? এটা দুঃখ জনক

  109. md Abdur Rouf বলেছেন:

    মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ গ্রেড থেকে ৯ গ্রেড হলে ইনক্রিমেন্ট কি যোগ হবে

    1. Educator Desks বলেছেন:

      এই বিষয়ে জানতে পারবেন প্রকাশিত নতুন এমপিও শিফট হতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Comment *

Name *

Email *

Please enter an answer in digits:

4 × 5 =